‘সামিরার কোন দোষ নেই’ — মন্তব্য করলেন অভিনেতা ডন
চলচ্চিত্র ডেস্ক। ২৬ অক্টোবর। দৈনিক বার্তাশিখা
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে তার সাবেক স্ত্রী সামিরা হক ও সংশ্লিষ্টদের নাম। আদালতের নির্দেশে মামলাটি অপমৃত্যু থেকে হত্যা মামলায় রূপ নেয়ার পর আবারও মুখ খুললেন অভিনেতা আশরাফুল হক ডন—যিনি এই মামলার ৪ নম্বর আসামি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পুরনো সাক্ষাৎকারে ডন বলেন, “আমি সামিরার কোনো দোষ দেখি না। সালমান শাহ ও সামিরার মধ্যে যেমন ভালোবাসা ছিল, তেমন ভালোবাসা আমি জীবনে দেখিনি।”
ডন জানান, সালমান শাহ জীবনের শেষ কয়েক মাস মানসিকভাবে চরম অস্থিরতায় ভুগছিলেন। তার ভাষায়,
“ওর কাছে সব ছিল—খ্যাতি, অর্থ, জনপ্রিয়তা। কিন্তু জীবনের শেষ দিকে কখনো তাকে শান্ত মনে হয়নি। ছয়-সাত মাস ধরে ও ভীষণ মানসিক চাপে ছিল।”
আগেও ডন একাধিকবার বলেছেন, সালমান শাহকে হত্যার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পিবিআই তদন্তের ফলাফলেও তিনি স্বস্তি প্রকাশ করেছিলেন, যখন সংস্থাটি ২০২০ সালে জানিয়েছিল—নায়ক আত্মহত্যা করেছিলেন, হত্যা নয়।
তবে সাম্প্রতিক আদালতের নতুন আদেশে মামলাটি ফের হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেয়ার পর সেই পুরনো সাক্ষাৎকার ও বক্তব্যগুলো আবারও আলোচনায় এসেছে।
উল্লেখ্য, মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ছাড়াও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, রিজভী আহমেদ ফরহাদসহ মোট ১১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। আত্মহত্যা নাকি হত্যা—এ প্রশ্নের উত্তর আজও ঘিরে রেখেছে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনকে।
