শেখ হাসিনা দেশে ফিরতে চান, তবে দিলেন শর্ত
আন্তর্জাতিক ডেস্ক | ২৯ অক্টোবর ২০২৫, বুধবার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি জানিয়েছেন, শুধুমাত্র “বৈধ ও সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত সরকারের” অধীনে তিনি দেশে ফিরবেন।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক ই-মেইল সাক্ষাৎকারে।
শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী, বাংলাদেশে আইন-শৃঙ্খলা ও সংবিধান রক্ষা না হলে তিনি ফিরে যাবেন না। তাঁর ভাষায়—
“আমি অবশ্যই দেশে ফিরতে চাই। তবে শর্ত একটাই—সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান কার্যকর থাকতে হবে এবং প্রকৃত অর্থে আইন-শৃঙ্খলা বজায় থাকতে হবে।”
২০২৪ সালের আগস্টে ছাত্র ও জনতার গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে আশ্রয় নেন।
এরপর তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার ইতিমধ্যে তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে চিঠি পাঠিয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি নয়াদিল্লি।
শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনগুলোর তালিকায় রয়েছে। দলটি ছাড়া গঠিত নির্বাচনের বৈধতা নিয়েও চলছে বিতর্ক।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আওয়ামী লীগকে বাদ দিয়ে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না।
লন্ডনের ইন্ডিপেনডেন্ট-কে দেওয়া এক পৃথক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, গণ-অভ্যুত্থানের সময় নিহতদের জন্য তিনি ক্ষমা চাইবেন না।
তিনি দাবি করেন, ওই সময়ের পরিস্থিতি ছিল “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ফল”।
