একাধিক বিয়ে সংক্রান্ত মামুনুর রশিদ কাশেমীর মন্তব্যে সমালোচনার ঝড়
ডেস্ক রিপোর্ট। ২০ অক্টোবর। দৈনিক বার্তাশিখা
আইডিয়াল ম্যারেজ ব্যুরোর প্রতিষ্ঠাতা ও ইসলামী বক্তা মুফতি মামুনুর রশিদ কাশেমী বলেছেন, ইসলামে একসঙ্গে চারজন স্ত্রী রাখার অনুমতি থাকলেও জীবনে একাধিক বিয়ে হওয়া অন্যায় নয়। ভালো জীবনসঙ্গী না পাওয়া পর্যন্ত একজন ব্যক্তি একাধিকবার বিবাহ করতে পারেন— এমনকি “৮-১০টা বিয়ে হলেও দোষ নেই” বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বক্তব্য তুলে ধরেন।
কাশেমী বলেন, অনেক মানুষের জীবনে ৩-৪ বার বিয়ে হওয়া স্বাভাবিক ঘটনা। কারও স্ত্রী মারা গেছেন, আবার কারও ডিভোর্স হয়েছে। একসঙ্গে চার স্ত্রী রাখাই ইসলামের নিয়ম, তবে ধারাবাহিকভাবে একাধিকবার বিয়ে হওয়া অন্যায়ের কিছু নয়।
তিনি লিখেন—
> “যারা একত্রে চারজন স্ত্রী রাখবে, তাদের মধ্যেও তালাক হতে পারে। এতে দোষের কিছু নেই। তবে যে স্বামী নির্যাতন করে, সে এক স্ত্রী হোক বা একাধিক—সব ক্ষেত্রেই অপরাধী।”
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কাশেমী বলেন, তারও একাধিক বিবাহ হয়েছে। সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন,
> “যদি আমরা একাধিক বিয়ে ও তালাককে ‘জঘন্য’ বলি, তাহলে আগামী প্রজন্ম সাহাবিদের ১০-১৫টি বিবাহ কিংবা রাসূল (সা.)-এর বিয়ের বিষয়টি শুনে বিভ্রান্ত হবে।”
তিনি আরও উল্লেখ করেন, নাস্তিকরা নবী-রাসূলদের একাধিক বিবাহ নিয়েও সমালোচনা করে। তাই বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা জরুরি।
তার মতে, যদি স্বামী-স্ত্রীর মধ্যে কোনো জুলুম বা অবিচার না থাকে এবং সম্পর্ক আদর্শিক হয়, তবে জীবনে বহু বিবাহ বা তালাক হওয়াটা ইসলামের দৃষ্টিতে দোষণীয় নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ইতোমধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
